তুরস্কে এক দিনের শোক পালিত
প্রকাশ: ২০১৬-০৬-৩০ ১১:৩৫:৫১

তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পর দেশটিতে বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন দেশটির পতাকা অর্ধনমিত ছিল।
মঙ্গলবার রাতে আতাতুর্ক বিমানবন্দরে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে ৪১ জন নিহত এবং আড়াই শতাধিক আহত হয়। নিহতদের মধ্যে ২৩ জন তুরস্কের নাগরিক। বাকিরা বিদেশি। এদের মধ্যে পাঁচজন সৌদি, দুজন ইরাকি এবং বাকিরা চীন, জর্ডান, তিউনিসিয়া, উজবেকিস্তান, ইরান ও ইউক্রেনের নাগরিক বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা।
হামলায় আহত হাসপাতালে ভর্তি ২৩৯ জনের মধ্যে ১০৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিমির। তিনি বলেন, ‘নিষ্পাপ লোকজনকে লক্ষ্য করে এ হামলা ঘৃণ্য ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড।’
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













