দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই মুহূর্তে ১০ প্লাটুন বিজিবি, র্যাব ও পুলিশ অবস্থান করছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল্লাহ। তফসিলের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গাড়ি নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেছে।
২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব বলেন, ‘এখনো মানুষজন স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি। চলাচল বন্ধের জন্য কোনো নির্দেশনা আসেনি। তবে যে কোনো মুহূর্তে নির্দেশনা আসতে পারে। সে সময় থেকে আমরা সব ধরনের চলাচল বন্ধ করে দিব। আপাতত চলাচল কিছুটা নিয়ন্ত্রিত রাখা হয়েছে।’
এএ