‘আর্জেন্টিনা দলে ফিরবে মেসি’

প্রকাশ: ২০১৬-০৬-৩০ ১২:০৪:২১


কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার জার্সি চিরদিনের জন্য তুলে রাখার ঘোষণা দেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে ভিনগ্রহের এই ফুটবলারের আকস্মিক বিদায় কেউ মন থেকে মেনে নিতে পারছেন না। ইতোমধ্যে তাকে ফিরতে অনুরোধ জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, দেশটির প্রেসিডেন্ট মাউরিচিও মাকরি, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিশ্বের কোটি ভক্ত। সবার প্রত্যাশা হতাশা ঝেড়ে আবার জাতীয় দলে ফিরবেন মেসি।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছবি সংগৃহীত

এমনই প্রত্যাশা করছেন লিওনেল মেসির বার্সালোনা সতীর্থ জেরার্ড পিকেও। তার মতে, সবাইকে কাঁদিয়ে দেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করবেন মেসি। হতাশা কাটিয়ে ও আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরবে।

এক সাক্ষাৎকারে মেসির অবসর প্রসঙ্গে পিকে বলেন, আমি তার (মেসি) সম্পর্কে আর কি বলব। সবাই যা জানে, আমিও তা-ই জানি। গত রোববার হেরে যাওয়াটা তাকে ভীষণ ব্যথা দিয়েছে। তবে আমি নিশ্চিত, ও তা কাটিয়ে উঠবে। যেমনটি এর আগে আরও অনেকবার কাটিয়ে উঠেছে।

মেসির বার্সালোনা সতীর্থ জেরার্ড পিকে। ছবি সংগৃহীত

ক্লাব ফুটবলে বার্সালোনার হয়ে ২৮টি শিরোপা জিতেছেন মেসি। তার ঝুলিতে রয়েছে পাঁচবার ফিফা বর্ষসেরার পুরস্কার। তাছাড়া আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ও অলিম্পিকে স্বর্ণও জিতেছেন তিনি। কিন্তু জাতীয় দলের হয়ে আজ পর্যন্ত কোনো শিরোপার স্বাদ পাননি সর্বকালের সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকা এই ফুটবলার।

প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে চারটি ফাইনাল খেলেছেন লিওনেল মেসি। এর একটি বিশ্বকাপ ও তিনটি কোপা আমেরিকা। এর সবকটিতেই হেরেছেন তিনি।

সানবিডি/ঢাকা/এসএস