পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-১১-১৫ ২০:০৫:০৩
ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স উপহার দিতে পারেনি পাকিস্তান। নয় ম্যাচের মাত্র চারটিতে জিতে তারা আসরের লিগ পর্ব থেকেই ছিটকে গেছে। ব্যর্থতায় মোড়ানো বিশ্বকাপের পর দলটির নেতৃত্ব ছাড়লেন বাবর আজম।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবর। তিন সংস্করণের অধিনায়কের পদ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটার লিখেছেন, ‘আজ আমি পাকিস্তানের সব সংস্করণের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত। তবে আমি অনুভব করছি, এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়।’
বিশ্বকাপ শুরুর আগে ফাইনাল খেলা লক্ষ্য ছিল পাকিস্তানের। কিন্তু বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয় তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাবর-রিজওয়ানদের। এমন বাজে পারফরম্যান্সের পর তীব্র সমালোচনার মুখে পড়েন বাবর। দেশটির সাবেক ক্রিকেটাররা পাক অধিনায়ককে নেতৃত্ব ছাড়তেও চাপ দেয়। শেষ পর্যন্ত নেতৃত্বই ছাড়লেন তিনি।
এএ