

বয়স ২৬। বর্তমানে সেল্ফ ড্রাইভিং গাড়ি তৈরি করছেন তিনি। টেক্কা দিচ্ছেন গুগল, টেসলার মত সংস্থাকে। তিনি জর্জ হোজ। কিন্তু নামটা অনেকদিন আগেই বিখ্যাত হয়েছিল। মাত্র ১২ বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। আন্তর্জাতিক স্তরে তাঁর নাম জেনে গিয়েছিলেন সবাই। না, যেমন তেমন কাজ নয়। আইফোন হ্যাক করে ফেলেছিলেন তিনি।
তিনিই প্রথম যিনি এমন হ্যাক করেছিলেন। চমকে গিয়েছিল গোটা দুনিয়া। বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তাঁর। এখানেই শেষ নয়। ২০০৯ সালেও iOS 3 হ্যাক করে ফেলেন তিনি। সোনির প্লেস্টেশন হ্যাক করে আইনি সমস্যাও জড়িয়ে পড়েন তিনি। পরে আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। আর কখনও কোনও হ্যাকিং করবে না এই শর্তে ছাড়া পান জর্জ।
সানবিডি/ঢাকা/এসএস