ময়মনসিংহের তারাকান্দায় সিএনজি সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে তারাকাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুলপুরগামী একটি মোটরসাইকেল তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন মারা যায়।
মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম জি