রুশ অ্যালুমিনিয়ামের মজুদ বেড়ে ৭৯.৫ শতাংশ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-১৭ ১৫:০২:৫০


লন্ডন মেটাল এক্সচেঞ্জে(এলএমই) নিবন্ধিত গুদামগুলোয় রাশিয়ার অ্যালুমিনিয়াম মজুদের পরিমাণ বেড়েছে। সম্প্রতি এলএমইর ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরা হয়েছে। এলএমইতে গত সেপ্টেম্বরে রুশ অ্যালুমিনিয়াম মজুদের পরিমাণ ছিল ৭৬ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৫ শতাংশে। খবর মাইনিংডটকম।

এলএমইর নিবন্ধিত গুদামগুলোয় থাকা অ্যালুমিনিয়ামকে অন-ওয়ারেন্ট হিসেবে বিবেচনা করা হয়। ওয়ারেন্ট হচ্ছে ধাতুটির মালিকানার প্রমাণপত্র। বিশ্বের প্রাচীনতম এক্সচেঞ্জ ও বৃহত্তম মেটাল মার্কেটের তথ্য বলছে, এলএমইতে সেপ্টেম্বরে রাশিয়ার প্রকৃত ওয়ারেন্টের পরিমাণ ছিল ১ লাখ ৩২ হাজার ৪৭৫ টন। অক্টোবরে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০ টনে।

এলএমইতে রুশ অংশীদারত্ব বেড়ে যাওয়ায় পশ্চিমা উৎপাদনকারীদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ মস্কো ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ করার পর থেকে পশ্চিমা ব্যবসায়ীরা রাশিয়ার অ্যালুমিনিয়াম বাণিজ্য এড়িয়ে চলেন।

এনজে