ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। নিয়মিত ফরেন অফিস কন্সালটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিবের আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা ঢাকা সফর করেন। দুই দেশের মধ্যে ফরেন অফিস কন্সালটেশনের জন্য ওই সফর করেন বিনয় মোহন।
ফরেন অফিস কন্সালটেশন সাধারণত বছরে একবার হলেও প্রয়োজনে একাধিকবার হতে পারে। নির্বাচনের আগে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সামনের সপ্তাহে জানতে পারবেন।’
সামনের সপ্তাহে যাচ্ছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ মাসেই, এ মাসেই।’ এটি নিয়মিত ফরেন অফিস কন্সালটেশনের অংশ জানিয়ে তিনি বলেন, 'তাদের সঙ্গে আমাদের অনেক একটিভিটিস আছে।’
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কূটনীতিক বলেন, 'পররাষ্ট্র সচিবের ভূমিকা সাধারণ নয়। বিদেশের সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে প্রধান ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করেন পররাষ্ট্র সচিব।’
ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, 'দুই দেশের সম্পর্কে পররাষ্ট্র সচিব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওই ভূমিকা হতে পারে কোনও তথ্য বা চিঠি কারও কাছে পৌঁছানো বা তাদের মনোভাব জানা বা বাংলাদেশের মনোভাব তাদের জানানো।'
এনজে