উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনের মতো চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র ফরম বিক্রি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে চলছে এই কার্যক্রম।
রোববার (১৯ নভেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ভিড় করেন দলীয় কার্যালয়ের সামনে। কেউ সরাসরি কেউবা আবার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংগ্রহ করছেন মনোনয়নপত্র।
এ সময় প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে বঙ্গবন্ধু এভিনিউ এলাকা।
এর আগে গত শনিবার নিজের মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনেই এক হাজার চুয়াত্তর জন, মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম।
এম জি