মুস্তাফিজের বদলে সাসেক্সে খেলবেন কুলাসেকেরা

প্রকাশ: ২০১৬-০৬-৩০ ২১:৪৯:৩১


image_159616_0ইংলিশ কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি-২০ তে বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানকে পাওয়ার আশা ছাড়েনি সাসেক্স।

তবে মুস্তাফিজ আদৌ খেলবেন কিনা তা নিয়ে শংশয় রয়েছে কাউন্টি ক্লাবটির। শঙ্কার জায়গা থেকেই মুস্তাফিজের বদলি হিসেবে এবার শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকেরাকে দলে টেনেছে সাসেক্স। তিন ম্যাচের জন্য লুক রাইটের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লঙ্কান অভিজ্ঞ ডানহাতি পেসার।

এর আগে টুর্নামেন্টের শুরু থেকে মুস্তাফিজকে পাওয়ার আশা করেছিল সাসেক্স। কিন্তু আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা এ বাংলাদেশি পেসারকে তখন বিশ্রাম দিয়েছিল বিসিবি।

মুস্তাফিজকে না পেয়ে তখন সাসেক্স বিকল্প হিসেবে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসিকে। একটির বদলে দুটি ম্যাচ খেলে ফিরে যান উইসি। সামারসেট ও সারের বিপক্ষে ম্যাচ শেষে সিপিএল খেলতে চলে যান উইসি।

আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা কাটার মাস্টার কিছুদিন আগে হালকা বোলিং শুরু করেছেন। প্রায় দুই মাস আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। এ তরুণের শরীরের উপরও অনেক ধকল গেছে। তাই মুস্তাফিজকে নিয়ে বড় কোনো ঝুঁকিও নিতে চাচ্ছে না বিসিবি।

টুর্নামেন্ট শুরুর আগে সাসেক্স দুজন বিদেশি ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর ও মুস্তাফিজুরকে দলে নেয়। কিন্তু মুস্তাফিজকে না পেয়ে একের পর এক বিকল্প ক্রিকেটারকে দলে নিতে হচ্ছে সাসেক্সকে।

এবার সুযোগ পাওয়া ৩৩ বছর বয়সী কুলাসেকেরা খেলবেন তিন ম্যাচ। কেন্ট, মিডলসেক্স আর গ্ল্যামরগানের বিপক্ষে খেলবেন তিনি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে কুলাসেকারার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স।

ন্যাটওয়েস্ট টি-২০ তে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সাসেক্স । সাউথ গ্রুপে শীর্ষে থাকা গ্ল্যামরগানের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে লুক রাইটের দল।

সানবিডি/ঢাকা/আহো