১৩ জুলাই সাসেক্সে খেলতে যাবেন মুস্তাফিজ

প্রকাশ: ২০১৬-০৭-০১ ২০:৪৯:০৪


mustafizur_rahmaপ্রতীক্ষা শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমান ভক্তদের। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে মিলেছে সবুজ সংকেত।

ইংলিশ দল সাসেক্সের হয়ে খেলার জন্য তৈরি মুস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের, অর্থাৎ জুলাই মাসের ১৩ তারিখেই ইংল্যান্ডে রওনা হবেন বাংলাদেশের এই তরুণ পেসার। শুক্রবার বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এইজের সূত্রে এমনই তথ্য দিয়েছে ক্রিকইনফো।

প্রতিবেদনটিতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মুস্তাফিজ সম্পর্কে বলেন, ‘মুস্তাফিজের এখনকার শারীরিক অবস্থা নিয়ে আমাদের চিকিৎসকরা ইতিবাচক তথ্য দিয়েছেন। পুনর্বাসন কেন্দ্রে সে (মুস্তাফিজ) খুব দ্রুত উন্নতি করছে। তার ভিসা প্রাপ্তির বিষয়টা মিটে গেলে আগামী ১৩ জুলাই সে ইংল্যান্ড যাবে।’

১৫ জুলাই সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে মাঠে নামার কথা রয়েছে কাটারমাস্টার মুস্তাফিজুর রহমানের।

ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কোনো ক্রিকেট আসরে তিনি খেলবেন হোভে হ্যাম্পশায়ারের বিপক্ষে। আসরে চারটি টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের এই পেসারের। এরপর রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলবেন মুস্তাফিজ।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ সাফল্য দেখিয়েছিলেন মুস্তাফিজ। সেখানে তিনি খেলেন এবারের শিরোপা জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

আসরে দলের জন্য তার অবদান ছিল উল্লেখ করার মতো। মোট ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন এবারের আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ও।

সানবিডি/ঢাকা/আহো