কুয়েতে অগ্নিকান্ডে ৯ জন নিহত

প্রকাশ: ২০১৬-০৭-০১ ২১:২৪:২৮


অগ্নিকান্ডকুয়েতে আগুনে পুড়ে মারা গেলেন ৯ জন ভারতীয়। ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। ওই নয় জনের বেশীরভাগিই ভারত ও পাকিস্তানি।

কুয়েতের একটি পুরনো বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। জানা গিয়েছে ওই বাড়ির বাসিন্দারা সবাই প্রবাসী শ্রমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিন কুয়েতের ফারওয়াইয়াতে।

আগুন প্রচন্ড দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠবার আগেই আগুন ছড়িয়ে পড়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে। কারণ এই বাড়ি গুলি একটার সঙ্গে আরেকটা যুক্ত ছিল।

মৃতদের ছ’জন ঘটনাস্থলেই মারা যান। বাকি  তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদেরকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অনেক পড়ে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও আগুনের লেলিহান শিখায় গুরুতরভাবে জখম হন এক দমকল কর্মীও।

সানবিডি/ঢাকা/আহো