বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী মূল্যবান ধাতু স্বর্ণের দাম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-২২ ০৯:১০:২৯

বৈশ্বিক বাজারে মঙ্গলবার মূল্যবান ধাতু স্বর্ণের দাম আবারো দুই সপ্তাহের সর্বোচ্চে। ডলারের অবনমন এ মূল্যবৃদ্ধিতে প্রভাবকের কাজ করেছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতির অপেক্ষায় রয়েছেন। এতে সুদহার কমানো হলে স্বর্ণের চাহিদা আরো বেড়ে যাবে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে মঙ্গলবার স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দাম উঠেছে ১ হাজার ৯৮৮ ডলার ৩৯ সেন্টে। ৩ নভেম্বরের পর এটিই ধাতুটির সর্বোচ্চ দাম। একই সময়ে মার্কিন ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ ডলার ২০ সেন্টে।
কাইনেসিস মানির বাজার বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, ‘প্রত্যাশা করছি ২০২৪ সালে ফেডের সুদহার কমে যাবে। এতে ডলার আরো দুর্বল হবে এবং স্বর্ণের দাম আরো বেড়ে যাবে।’ এদিকে স্পট মার্কেটে গতকাল রুপার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২৩ ডলার ৫৭ সেন্টে। প্লাটিনামের দর দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য উঠেছে ৯২৩ ডলার শূন্য ৯ সেন্টে। তবে প্যালাডিয়ামের দাম দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫ ডলার ২৯ সেন্টে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













