ফিউচার মার্কেটে টানা দুদিন ধরে বাড়ছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। চলতি মাসে দেশটিতে ভোজ্যতেলটির উৎপাদন কিছুটা কমে এসেছে। পাশাপাশি চীন ব্যাপক হারে সয়াবিন তেল আমদানি করায় পাম অয়েলের বাজারে ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ বা ১৮ রিঙ্গিত। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫২ রিঙ্গিত বা ৮৪৪ ডলার ৮১ সেন্টে।
মুম্বাইভিত্তিক ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠান কান্তিলাল লক্ষ্মীচাঁদ অ্যান্ড কোংয়ের ট্রেডিং ম্যানেজার মিতেশ সাইয়া জানান, এ মাসে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন কমে গেছে। কিন্তু বাজারে এখন বায়োডিজেলের চাহিদা বেড়েছে। এ কারণে পাম অয়েলের দাম বাড়তির দিকে। আবার সয়াবিন তেলের দাম বেশি থাকায় ক্রেতারা পাম অয়েলের বাজারে ভিড় করছেন। এ কারণে চাহিদা বাড়ায় পাম অয়েলের দামও বেড়েছে।
ব্রাজিলে সয়াবিনের ব্যাপক ফলন হওয়ায় আকর্ষণীয় মূল্যছাড় সুবিধা পেয়েছে বেইজিং। এ কারণে দেশটি প্রচুর পরিমাণে সয়াবিন আমদানি করেছে। চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল থেকে চীনের সয়াবিন আমদানির পরিমাণ গত বছরের তুলনায় ৭১ শতাংশ বেড়েছে।