রোজা, কোরবানি নিয়ে মন্তব্য করে বিতর্কে ইরফান
প্রকাশ: ২০১৬-০৭-০২ ১১:৫৯:৫৮

ইসলাম ধর্মে পালিত প্রথা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা ইরফান খান।
সম্প্রতি ভারতের জয়পুরে তার পরবর্তী সিনেমামাদারি’র প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এ অভিনেতা। অনুষ্ঠানে ইসলাম ধর্মের রমজান এবং মহররম মাস পালন নিয়ে মন্তব্য করেন ইরফান।
তিনি বলেন, ‘রমজান মাসে রোজা না রেখে মানুষের উচিৎ নিজের অন্তর পরীক্ষা করে দেখা। মহরম মাসে কোরবানির নাম করে পশু জবাই করা হয়। আমরা মুসলমানরা মহররমকে উপহাসের বিষয় বানিয়ে ফেলেছি। আমরা যা করছি, তাজিয়া মিছিল বের করা এগুলো কী শোক পালন?’
কোরবানির প্রকৃত অর্থ কী তা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘ছাগল অথবা ভেড়া কোরবানি না করে নিজেদের প্রিয় বস্তুকে আত্মত্যাগ করার মানেই কোরবানি। কোনো কিছু কোরবানি দেওয়ার আগে তার সঙ্গে বন্ধন গড়ে তুলতে হবে। এছাড়া শুধু পশু জবাই করলেই প্রকৃত উদ্দেশ্য পালন হবে না।’
ইরফানের এ বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ‘জামাত-এ-উলেমা-এ-হিন্দ’ এর সভাপতি মওলানা আবদুল ওয়ালিদ খাতরি। তিনি বলেন, ‘ইরফানের উচিৎ তার সিনেমা ক্যারিয়ারের দিকে নজর দেওয়া এবং আমাদের ধর্ম নিয়ে কোনো বক্তব্য না দেওয়া। তিনি এটি শুধু তার পরবর্তী সিনেমার প্রচারণার জন্য করছেন।’
জয়পুরের শাহের কাজী শের কাজী খালিদ ওসমানি বলেন, ‘তার উচিৎ মুখ বন্ধ রাখা কারণ তার ধর্ম নিয়ে কোনো জ্ঞান নেই।’







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













