রেমিট্যান্সপ্রবাহ ধীরে ধীরে ভালো অবস্থানে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, ডলারের দাম কমলেও রেমিট্যান্সে প্রভাব পড়বে না।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মুখপাত্র বলেছেন, রেমিট্যান্সপ্রবাহ ধীরে ধীরে ভালো অবস্থানে যাচ্ছে। ডলারের দাম কমলেও রেমিট্যান্সে প্রভাব পড়বে না। তবে হুন্ডি বন্ধে সবাইকে সতর্ক হতে হবে। বৈধ পথ ব্যবহারে উদ্যোগী করতে হবে।
প্রবাসী আয় এবং রফতানি আয় নগদায়নে ডলারের দাম ৫০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। তাদের এই সিদ্ধান্ত ইতিবাচক বলছে বাংলাদেশ ব্যাংক।
মো. মেজবাউল হক বলেছেন, ব্যাংকগুলো ভালো অবস্থানে আছে। তা ছাড়া মার্কেট ভালো হচ্ছে। তবে ডলারের দাম নির্ধারণের পরও মার্কেটের বাইরে গিয়ে দাম নিতে পারবে না কোনো ব্যাংক।
তিনি জানিয়েছেন, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
তিনি আরও বলেন, অর্থনীতি শক্তিশালী করতে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো ইতিবাচক দিকে যাওয়া শুরু করেছে। আর্থিক সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরছে।
২০২২ সালে ডলারের অনেক বেশি চাহিদা ছিল উল্লেখ করে মুখপাত্র বলেন, কারেন্ট অ্যাকাউন্টে ১ বিলিয়ন ডলার অতিরিক্ত রয়েছে। শর্ট লায়াবিলিটি যে দায় পরিশোধ করতে হবে, তা ২০২২ সালে ১৬ বিলিয়ন ডলার থাকলেও এ বছর তা ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এএ