পুঁজিবাজারে ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের লিমিটেড। ফান্ডটির প্রাথমিক আকার হবে ২৫ কোটি টাকা। তবে পরবর্তীতে এটি আরও বাড়ানো হবে।
প্রস্তাবিত ফান্ডটির স্পন্সর-ডিআইটি আইডিয়াল ট্রাষ্ট কোওপারেটিভ লিমিটেড, ট্রাষ্টি হিসেবে কাজ করবে বিজিআইসি এবল কাস্টোডিয়ান হিসেবে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইসিবি ক্যাপিটালের সাথে প্রস্তাবিত ফান্ডটি কাস্টোডিয়ান চুক্তি হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি ক্যাপিট্যাল মনেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন এবং ফান্ড ম্যানেজার ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।
অনুষ্ঠানে আইসিবির নব নিযুক্ত চেয়ারম্যান ড. সুর্বন বড়ুয়া মিচ্যুয়াল ফান্ডের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি উল্লেখ করেন কোওপারেটিভ সোসাইটি গুলো যদি এই ফান্ডের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে পুঁজিবাজারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এর ফলে আগামীতে পুঁজিবাজার নতুন গতি পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইজিএএমলের এডভাইজার পংকজ কুমার মুৎসুদ্দী প্রমুখ।
এএ