শুটিং চলাকালীন মৃত্যু, শোকস্তব্ধ গোটা ইউনিট
প্রকাশ: ২০১৬-০৭-০২ ১৪:০৫:৩১

হাসি-ঠাট্টা-তামাশায় সবসময় জমজমাটি থাকে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ সেট। কিন্তু হঠাৎ শোকের কালো ছায়া নেমে আসে এই সেটের মধ্যে। শুটিং চলাকালীন মৃত্যু হয় প্রোডাকশন কন্ট্রোল প্রধান অরিন্দম মারচন্ডার।
জানা গিয়েছে, সকাল থেকে বুকে ব্যথা ছিল অরিন্দমের। এই কথা ইউনিটের লোকজনকে বলায়, তাকে অ্যান্টাসিড দেওয়া হয়ে। কিন্তু সময়ের বাড়ার সঙ্গে সঙ্গে বুকের ব্যথা বাড়তে থাকে অরিন্দমের। শেষে তাঁর অবস্থার অবনতি দেখে সাবার্বান হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, হাসপাতালে যাওয়ার পথেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে অরিন্দমের। অরিন্দমের এমন আকস্মাত মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













