ঈদে তিন নাটকে হাজির বিহঙ্গ বালিকা অরিন

আপডেট: ২০১৬-০৭-০২ ১৫:৩৪:৫৫


arinআসছে ঈদে টেলিভেশনের পর্দায় নতুন তিনটি নাটক নিয়ে হাজির হচ্ছেন লাক্স চ্যানেল আই সুপার স্টার ও বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাত জারিন অরিন।  নাকট তিন প্রচারিত হবে এসএ টিভি, এনটিভি ও মাছরাঙা টেলিভেশনে। নাটক তিনটি হল আমি হিরো হব, বিহঙ্গ বালিকা ও সাইকেল হিরো। আমি হিরো হব।

আমি হিরো হব নাটকে অরিনসহ আরো অভিনয় করেছেন সহিদুজ্জামান সেলিম, আবিদ রায়হান, আ.খ.ম হাসান।

ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮ টা ৫০ মিনিটে এসএ টিভেতে দেখা তুহিন চৌধুরীর কাহিনী ও সাদেক সিদ্দীকীর চিত্রনাট্য ও পরিচালনায় নাটক “বিহঙ্গ বালিকা”। বিহঙ্গ বালিকায় অরিনের বিপরীতে অভিনয় করেছেন ইমন।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আন্না সাগর ,অধরা, তুহিন চৌধুরী, মাহমুদ, আফরিন মনি , পলাশ মাহমুদ , আফরোজা, তিথি, মিতু তালুকদার, শিশুশিল্পী জারা প্রমুখ। নাটকটি নির্মান করেছে আনন্দ বাজার মাল্টিমিডিয়া । এবং সাইকেল হিরোতে অভিনয় করেছেন অরিন ও আশিক চৌধুরী।

২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতার মাধ্যমে এ অঙ্গনে পা রাখেন এই উর্বসী। যদিও লেখাপড়ার ব্যস্ততার কারণে শুরুতে মিডিয়ায় তার উপস্থিতি ছিলো কম। তবে মডেলিং নিয়ে ঠিকই ব্যস্ত ছিলেন। এ কারণে লাক্সের পর কম-বেশি যতটুকু সময় মিডিয়াতে দিয়েছি তার বেশির ভাগই ছিলো মডেলিং নিয়ে।

উল্লেখ্য, এর আগে নায়িকা অরিনের অভিনীত প্রথম ছবি ‘ছিন্নমূল’ ছবিটি ব্যপক দর্শক প্রিয়তা পেয়েছিল। এ ছবিতে অরিনের বিপরীতে অভিনয় করেছিলেন কাজী মারুফ। এছাড়াও হালের আলোচিত এই চিত্রনায়িকা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরো কয়েকটি নতুন ছবিতে। ছবিগুলো হলো, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত নতুন ছবি ”বিধ্বস্ত” এবং মোহাম্মাদ আসলাম পরিচালিত “আমার সিদ্ধান্ত”।

সানবিডি/ঢাকা/এসএস