আন্তর্জাতিক বাজারে চিনির দাম আরও কমেছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বেড়েছে। ফলে ভোগ্যপণ্যটির দর হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, শুক্রবার (২৪ নভেম্বর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী মার্চের অপরিশোধিত চিনির মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৬ দশমিক ৯৮ সেন্টে।
চলতি মাসের শুরুতে যা ছিল ২৮ দশমিক ১৪ সেন্ট। বিগত ১২ বছরের মধ্যে তা ছিল সর্বোচ্চ। সেখান থেকে খাদ্যপণ্যটির দরপতন ঘটছে। একই কার্যদিবসে আসছে মার্চের সাদা চিনির দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ বা ৮ ডলার ১০ সেন্ট। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৩৮ ডলারে।
ব্রাজিলের সেন্টার-সাউথ অঞ্চলে সবচেয়ে বেশি আখ ও চিনি উৎপাদিত হয়। আগামী কয়েকদিনের মধ্যে সেখানে সেগুলো উৎপাদনের উপাত্ত প্রকাশ করবে দেশটি। আপাতত এখন সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
ধারণা করা হচ্ছে, চলতি নভেম্বরের প্রথমার্ধে ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে চিনির উৎপাদন হয়েছে ২ দশমিক ১৫ মিলিয়ন টন। গত বছরের একই সময়ের চেয়ে যা ২৮ দশমিক ৪ শতাংশ বেশি। এসঅ্যান্ডপি গ্লোবাল কম্মোডিটি ইনসাইটসের বিশ্লেষকদের পরিচালিত এক জরিপে এসব তথ্য জানা গেছে।
এএ