আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিলকে গণবিরোধী দাবি করে এবং একে প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।
শনিবার দিনগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে (ব্যাংক গেট) এ তালা দেওয়া হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আবিদ কালাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাছিবুল হক চৌধুরী, রবিউল আওয়াল, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রিয়াজুলয় আরেফিন, শেরপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল তানভীর প্রমুখ ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে গত ২ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি গেটে তালা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ওই সময় প্রতিটি গেটে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দেয় তারা।
এনজে