পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল ও পেনিনসুলা স্টিলের মধ্যে স্থায়ী সম্পদ অর্জনের একটা কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে স্টিল স্ট্রাকচার শেড, বিল্ডিং, মূলধনী মেশিনারিজ এবং ইউটিলিটি কানেকশন। মোট ১৬৪ ডেসিমেল জমির মূল্য ১৩০ কোটি টাকা ধরা হয়েছে।
স্থায়ী সম্পদ অর্জনের ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে। এতে কোম্পানিটি বছরে অতিরিক্ত ৬২ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন বাড়াবে। উৎপাদন ক্ষমতার প্রত্যাশিত বৃদ্ধি কোম্পানির রাজস্বে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানিটি ধারণা করছে বার্ষিক রাজস্ব হবে ৩ হাজার কোটি টাকার। এই কৌশলগত বিনিয়োগের জন্য বিনিয়োগের অর্থ কোম্পানির নিজস্ব আয় এবং আংশিকভাবে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে নেওয়া হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস