বৈশ্বিক বাজারে সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ৮০ ডলারের নিচে নেমেছে। ওপেক প্লাস জোটের বৈঠকের আগে বিনিয়োগকারীরা ক্রয় কমিয়ে দেয়ায় বাজার নিম্নমুখী হয়ে পড়েছে। প্রত্যাশা করা হচ্ছে আসন্ন ৩০ নভেম্বরের বৈঠকে আগামী বছরও উত্তোলন কমানোর সিদ্ধান্ত আসতে পারে। খবর রয়টার্স।
আইসিই ফিউচার্সে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ দশমিক ১ শতাংশ বা ৯১ সেন্টে কমেছে। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৯ ডলার ৬৭ সেন্টে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলে ৮৯ সেন্ট কমে মূল্য দাঁড়িয়েছে ৭৪ ডলার ৬৫ সেন্টে।
এ ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও রাশিয়া ২০২৪ সালের শুরুর দিকে স্বেচ্ছায় সরবরাহ আরো কমাতে পারে। আর ওপেক প্লাস জোটও আরো এক দফা উত্তোলন কমাতে পারে।
আফ্রিকার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলক তিনটি দেশ আগামীতে আরো সরবরাহ কমাতে রাজি না থাকায় ওপেক প্লাস জোট ২৬ নভেম্বরের মন্ত্রী পর্যায়ের বৈঠক ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করে। এতে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে দাম কমতে শুরু করে। তবে এ নিয়ে আফ্রিকান দেশগুলোর সঙ্গে জোটের আলোচনায় সমঝোতা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকরা বলেছেন, উত্তোলন কমানো নিয়ে ওপেক প্লাসের সদস্যদেশগুলোর মধ্যে বিরোধের নেতিবাচক প্রভাব বাজারে এখনো রয়ে গেছে।
যদিও আশা করা হচ্ছে, সৌদি আরব আগামী বছরও স্বেচ্ছায় দৈনিক ১০ লাখ ব্যারেল সরবরাহ হ্রাস অব্যাহত রাখবে। তবে যদি বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত না আসে তবে বাজার আরো নিম্নমুখী হবে।’
এনজে