তারিশির মরদেহ আজ যাবে দিল্লিতে

আপডেট: ২০১৬-০৭-০৩ ১৪:৫৬:১৩


Tarashiগুলশানে সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় নাগরিক তারিশি জৈনের মরদেহ আজ বিমানযোগে নয়াদিল্লিতে পাঠানো হবে। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ বিমানবন্দরে তারিশির পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

তারিশির মতো ওই সময়ে স্প্যানিশ রেস্তোরা হোলি আর্টিজান বেকারিতে ছিলেন আরেক ভারতীয় চিকিৎসক সত্য পাল। কিন্তু তিনি বাংলা বলতে পারায় জঙ্গিদের হাত থেকে রক্ষা পান।

জানা যায়, তারিশিরা আদতে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা। বাবা সঞ্জীব জৈন পেশায় পোশাক ব্যবসায়ী। গত ১৫-২০ বছর ধরে ঢাকায় ব্যবসা করছেন সঞ্জীব। তারিশির মায়ের নাম তুলিকা জৈন। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন ওই তরুণী। এক বছর আগে পড়তে যান বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। একটি সূত্র বলছে, অর্থনীতির স্নাতক স্তরের ছাত্রী ছিলেন তারিশি। বর্তমানে ঢাকার বারিধারায় থাকতেন তারা। তার ভাই সঞ্চিত জৈন থাকেন কানাডায়।

তারিশির পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র সুষমা স্বরাজ। টুইটারে তিনি লিখেছেন, ‘ঢাকায় জিম্মি ভারতীয় তরুণী তারিশিকে হত্যা করেছে জঙ্গিরা। আমরা তার বাবা সঞ্জীব জৈনের সঙ্গে কথা বলেছি। এই শোকের মুহূর্তে গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে।’

তারিশির আত্মীয় শিরীষ জৈন জানিয়েছেন, তারিশির বাবা-মা ছাড়া আর কোনও আত্মীয়ই এখন বাংলাদেশে নেই। তাই যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। বাইরে থেকে যখন এই রকম ঘটনার খবর পাওয়া যায়, তখন এতটা মারাত্মক লাগে না। কিন্তু যখন পরিবারকে সরাসরি আঘাত করে তখন সহ্য করা যায় না।

জানা যায়, গ্রীষ্মের ছুটিতে কিছুদিন আগে বাড়ি ফিরেছিলেন তারিশি।

সুষমা স্বরাজ জানান, তারিশির পরিজনদের জন্য ভিসার ব্যবস্থা করা হচ্ছে। তারা চাইলে ঢাকায় গিয়ে পরিজনদের পাশে দাঁড়াতে পারেন।