বাড়তির দিকে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-২৯ ০৯:২৮:৩৬
ওপেক প্লাসের বৈঠকের আগে ঊর্ধ্বমুখিতায় ফিরেছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। এর আগে সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়ে জোটটির সদস্যদেশগুলোর মধ্যে মতানৈক্যের সংবাদে ব্যারেলপ্রতি দাম ৮০ ডলারের নিচে নেমেছিল। গতকাল দর আবারো ৮০ ডলার ছাড়িয়েছে। আগামীকালের বৈঠকে ওপেক প্লাস ২০২৪ সালেও উত্তোলন কমানোর ঘোষণা দিতে পারে। এতে সরবরাহ সংকটের আশঙ্কায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। খবর রয়টার্স।
আইসিই ফিউচার্সে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ শতাংশ বা ৭৯ সেন্ট বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৮০ ডলার ৭৭ সেন্টে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ১ শতাংশ। প্রতি ব্যারেলে ৭৬ সেন্ট বেড়ে মূল্য দাঁড়িয়েছে ৭৫ ডলার ৬২ সেন্টে।
পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) ও রাশিয়াসহ মিত্রদের সম্মিলিত জোট ওপেক প্লাস। আগামীকাল অনলাইনে জোটটির মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এ বৈঠকে ২০২৪ সালের জন্য জ্বালানি তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করার কথা।
তেল ব্রোকার পিভিএমের তামাস ভার্গ বলেছেন, ‘জ্বালানি তেলের বর্তমান দাম আমাদের জন্য কেনার সুযোগ তৈরি করেছে। বৈঠকে নেতিবাচক কোনো সিদ্ধান্ত নেয়া হলে সরবরাহ কমে দাম আরো বেড়ে যেতে পারে।’
এর আগে গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধের প্রভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলারে ওঠে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাজার অস্থিতিশীল হয়ে পড়ে।
রয়টার্স জানিয়েছে, আফ্রিকার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলক তিনটি দেশ আগামীতে আরো সরবরাহ কমাতে রাজি না থাকায় ওপেক প্লাস জোট ২৬ নভেম্বরের মন্ত্রী পর্যায়ের বৈঠক ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করে। এতে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে দাম কমতে শুরু করে। তবে এ নিয়ে আফ্রিকান দেশগুলোর সঙ্গে জোটের আলোচনায় সমঝোতা হয়েছে। ফলে বাজারে নতুন করে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় দাম বাড়তে শুরু করেছে।
আশা করা হচ্ছে, সৌদি আরব আগামী বছরও স্বেচ্ছায় দৈনিক ১০ লাখ ব্যারেল সরবরাহ হ্রাস অব্যাহত রাখবে। তবে যদি বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত না আসে, তবে বাজার আরো নিম্নমুখী হবে।
এনজে