ঈদের নাটক নিয়ে আকাশ রঞ্জনের ব্যস্ততা
প্রকাশ: ২০১৬-০৭-০৩ ১৫:২৬:০৭

বর্তমান সময়ের বহুল আলোচিত জনপ্রিয় সিরিয়াল নোয়াশালের নাট্যকার হিসাবে আকাশ রঞ্জন বেশ সুনাম কুড়িয়েছেন । ঈদে অনেকগুলো নাটক লিখেছেন । তার মধ্যে শামীম জামানের পরিচালনায় ঘাউড়া নামে আর টিভিতে ঈদের ১ম দিন ৮.৪০ মিনিটে একটি একক নাটক প্রচারিত হবে ।
মাছরাঙা টিভিতে প্রচারিত হবে শেখ সেলিম পরিচালিত টেলিফিল্ম “ভালোবাসা দু’জনায় ”ঈদের ২য় দিন ২.৪০ মিনিটে ।এশিয়ান টিভিতে প্রচারিত হবে সাখাওয়াৎ মানিক পরিচালিত বিশেষ ধারাবাহিক নাটক “লাইফ ইজ বিউটিফুল ।
বাংলাভিশনে প্রচারিত হবে সারাহ্ বেগম কবরী পরিচালিত নাটক “ভালো থেকো ” ।আরো বেশ কিছু নাটক ঈদে প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
আকাশ রঞ্জনের প্রথম লেখা নাটক “ভালোবাসার কদমফুল ” ২০১২ সালে বিটিভিতে ঈদুল ফিতরে প্রচারিত হয়েছিলো । এ পর্যন্ত এক ডজনেরও বেশী একক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে । আকাশ রঞ্জনের লেখা দুটি সিরিয়াল প্রচারের তালিকায় রয়েছেন ।তার মধ্যে শামীম জামান পরিচালিত “আড়াল ” এটি.এন বাংলায় খুব শীঘ্র প্রচার শুরু হবে ।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













