রফতানি মূল্য বেড়েছে রুশ গমের
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-৩০ ০৯:৪০:০৩
রুশ গমের রফতানি মূল্য গত সপ্তাহে বেড়েছে। দেশটির বন্দরগুলোয় ঝড়ো আবহাওয়ায় রফতানি কার্যক্রম ব্যাহত হয়। এটি রফতানি মূল্যবৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে ইকার এগ্রিকালচার কনসালট্যান্সির দেয়া প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে সরবরাহের জন্য ফ্রি অন বোর্ড চুক্তিতে (এফওবি) প্রতি টন ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের মূল্য দাঁড়িয়েছে ২৩৫ ডলারে, যা আগের সপ্তাহের তুলনায় ৫ ডলার বেশি। সভেকন এগ্রিকালচার কনসালট্যান্সি জানায়, গত সপ্তাহে গমের দাম ২৩৪-২৩৯ ডলারের মধ্যে ওঠানামা করেছে।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া গম রফতানি আরো বাড়াবে। রফতানিতে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে। চলতি বছর সম্ভাব্য গম রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ছয় কোটি টনে।
এনজে