ইভটিজিং সম্পর্কে সচেতন হতে হবে : ফেরদৌসী

আপডেট: ২০১৫-১০-২১ ২০:০৮:৫৫


jakir -2ইভটিজিং সুস্থ সমাজের জন্য মারাত্মক ব্যাধি। এর থেকে পরিত্রাণ পেতে হলে সর্ব প্রথম সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন নারী সমাজসেবী কর্মী ও আনসার ভিডিপি ঢাকা কোতয়ালী থানার প্রশিক্ষিকা ফেরদৌসী খাতুন।

তিনি সমাজের এ ব্যাধি দুর করতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক কাজ করছেন। একই সঙ্গে তিনি ইভটিজিং সম্পর্কে সচেতন করে তুলছেন ছাত্রীসহ বিভিন্ন বয়সী নারীদেরকেও।

সম্প্রতি ঢাকা মহিলা কলেজ ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) ছাত্রীদের মধ্যে সচেতনতা মূলক প্রোগ্রাম সম্পন্ন করেন। প্রোগ্রামে তিনি শিক্ষার্থীদের মাঝে ইভটিজিং এর কুফল ভাবে তুলে ধরেন।

jakin -1

একই সঙ্গে ইভটিজিং থেকে রক্ষা পেতে আত্মরক্ষামূলক কিছু টিপস শেখান ফেরদৌসী। তিনি আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে ইভটিজিং সমাজের একটি মারাত্মক সমস্যা।

এর থেকে সবাইকে পরিত্রাণ পেতেই হবে। তা না হলে সমাজ অধপতনের দিকে ধাবিত হবে।