পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন শুক্কুর আলী শুভ, সহ সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ডিআরইউ নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া যুগ্ম সম্পাদক মিজান রহমান, অর্থ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক, খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত শীল, কল্যাণ সম্পাদক তানভীর হাসান, আপ্যায়ন সম্পাদক সলিমুল্লাহ মেসবাহ, ক্রীড়া সম্পাদক প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লাহ, মাহবুবুর রহমান।
এএ