রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পদ্মা লাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে টার্মিনালের প্রধান সড়কের অবস্থানরত একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পদ্মা লাইন পরিবহনের বাসটি রাস্তায় দাঁড়িয়ে ছিল। আশেপাশে মানুষজন থাকা সত্ত্বেও এ ঘটনা ঘটে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি গাবতলী-পাটুয়াটুলি রুটে চলাচল করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান।
এ ব্যাপারে দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। হতাহতের কোন খবরও পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এম জি