চলতি মৌসুমে রোপা আমন চালের উৎপাদন বেড়েছে সাতক্ষীরায়। গত মৌসুমের তুলনায় এবার জেলায় প্রায় ১১ হাজার টন চাল উৎপাদন বেশি হয়েছে। যদিও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছিল। তারপরও উৎপাদন ভালো হয়েছে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, চলতি ২০২৩-২৪ মৌসুমে জেলার সাতটি উপজেলায় রোপা আমন চাল উৎপাদন হয়েছে ২ লাখ ৫২ হাজার ৫৯০ টন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৪৯ হাজার ৭৮৯ টন, কলারোয়ায় ৩৪ হাজার ৩৭৬, তালায় ৩০ হাজার ১৩৭, দেবহাটায় ১৫ হাজার ৬৩৮, কালীগঞ্জে ৪৮ হাজার ৪৫৭, আশাশুনিতে ২৬ হাজার ৩৫৬ এবং শ্যামনগর উপজেলায় ৪৮ হাজার ৩৩৭ টন চাল উৎপাদন হয়েছে। তবে গত মৌসুমে জেলায় রোপা আমন উৎপাদন হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৮৫৮ টন। এ হিসাবে চলতি মৌসুমে ১০ হাজার ৭৩২ টন উৎপাদন বেড়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে রোপা আমন উৎপাদন বেড়েছে। কিছু এলাকায় পোকার আক্রমণ দেখা দিলেও সার্বিক উৎপাদন ভালো হয়েছে।’
এনজে