আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় ইইউ কারিগরি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
অশোক কুমার বলেন, আচরণবিধি অনুযায়ী, রাজনৈতিক সমাবেশের জন্য অনুমতি নিতে হবে। যদি তারা অনুমতি না নিয়ে সমাবেশ করে সেক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে আওয়ামী লীগ থেকে এখনও আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে অনুমতি দেওয়ার বিষয়টি কমিশন দেখবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এম জি