যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ৭০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় গাজায় ৭০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে হামলা চালানোর পর মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ। যুদ্ধবিরতির মধ্যে চুক্তি মেনে মোট সাতবার বন্দি বিনিময় হয়েছে। এরপর ১ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারো গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা।
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১৫ হজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।আর আহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।
উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিনত হওয়ার পর এবার দক্ষিণ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত দুদিন ধরে গাজার মসজিদ, ঘরবাড়ি ও হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। মূলত পুরো গাজাজুড়েই হামলা চালানো হচ্ছে। এর মধ্যেই একদিকে হামলা চালানো হচ্ছে, অন্যদিকে গাজাবাসীকে দক্ষিণে রাফা এলাকার দিকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
এএ