বিএনপি-জামায়াতের ৯ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গাজীপুরের চন্দ্রায় আবারও একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় জেলা ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্র টার্মিনাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা চালক, সহকারী ও কয়েকজন যাত্রী হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন।
আশপাশের লোকজনের চিৎকারে চন্দ্রা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান অগ্নিসংযোগের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান ওসি।
এএ