সংযোজন কর (মূসক) ১০ লাখ টাকার বেশি হলে ই-পেমেন্ট বা এ-চালানের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি মূসক নীতির সদস্য জাকিয়া সুলতানার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এ আদেশ কার্যকর হবে বলেও ওই আদেশে জানানো হয়।
বলা হয়েছে, অনলাইন নির্ভর আধুনিক ভ্যাট ব্যবস্থা গড়ার অংশ হিসেবে এবং আধুনিক ই-পেমেন্ট বা এ-চালান পদ্ধতি ব্যবহার করে ব্যবসায়ীরা দ্রুত রাজস্ব পরিশোধ করতে পারবে। এর মাধ্যমে সরকারি কোষাগারে দ্রুত রাজস্ব জমা নিশ্চিত হবে।
এছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অধিক অন্তর্ভুক্তিমূলক, এটা কার্যকর করার মাধ্যমে সহজে মূসক দেওয়া ও জাল-জালিয়াতি রোধ নিশ্চিত করাও সম্ভব হবে।
এএ