বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ ঘোষণা দেন। একই আসনে বর্তমান সংসদ সদস্য পংকজ নাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী, শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে। ৬৬–এর (২) (গ) অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার কলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না।
রোববার শাম্মী আহম্মেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ আনেন একই আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ। একইভাবে পংকজ নাথের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের মালিকানা থাকার বিষয়টি হলফনামায় গোপন করার অভিযোগ তোলেন শাম্মী আহম্মেদ। দুজনের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জানান রিটার্নিং কর্মকর্তা।
বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ এবার দলীয় মনোনয়ন পাননি। আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন ঘোষণার পর পংকজের অনুসারী নেতারা বলছিলেন, তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন না। কিন্তু আকস্মিকভাবে ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন পংকজ নাথ।
এএ