টানবাজারে কাউন্টে ২-৫ টাকা কমেছে সুতার দাম
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-০৫ ০৯:০৬:৫৭
নারায়ণগঞ্জে অবস্থিত দেশের বৃহত্তম পাউকারি সুতার মোকাম টানবাজারে সুতার দাম নিম্নমুখী হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ‘আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামাল তুলার দাম কমতির দিকে। যে কারণে দেশের বাজারেও সুতার দাম কমছে। পাশাপাশি গার্মেন্টস শিল্পে বিদেশী ক্রেতাদের ক্রয়াদেশ কমে যাওয়ায় সুতার চাহিদাও কমতির দিকে। সব মিলিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন কাউন্টের সুতার দাম কমেছে ২-৫ টাকা।’
জানা যায়, বাজারে ১০ কাউন্টের সুতা প্রকারভেদে বেচাকেনা হচ্ছে ৪২-৮৫ টাকা। দুই সপ্তাহের ব্যবধানে পাউন্ডপ্রতি ১০ কাউন্টের সুতার দাম কমেছে ১-২ টাকা। ২০ কাউন্টের সুতা বাজারে প্রকারভেদে পাউন্ডপ্রতি লেনদেন হচ্ছে ৮৫-১১৫ টাকা, যা ১০-১৫ দিন আগেও ছিল ৮৭-১২০ টাকা। সে হিসাবে দাম কমেছে ২-৫ টাকা।
২৪, ২৬, ২৮ ও ৩০ কাউন্টের সুতা বাজারে বিক্রি হচ্ছে ১৪৮-১৬০ টাকা পাউন্ড দরে, যা কয়েকদিন আগেও ছিল ১৫২-১৭০ টাকা। সে হিসাবে দাম কমেছে ১-১২ টাকা।
আর ২৬, ২৮ ও ৩০ সিভিসি কাউন্টের সুতার দাম গত সপ্তাহের ১২৫ টাকা থেকে কমে ১১৮ টাকায় লেনদেন হচ্ছে। সপ্তাহের ব্যবধানে পাউন্ডপ্রতি দাম কমেছে ৭ টাকা।
এক সপ্তাহ আগে ৪০ কাউন্টের সুতা প্রকারভেদে বিক্রি হয়েছে পাউন্ডপ্রতি ১৬৮ টাকা দরে। বর্তমানে তা ১৬৫-১৬২ টাকায় নেমেছে। দাম কমেছে ৩-৫ টাকা।
৫০ কাউন্টের সুতার দাম প্রতি পাউন্ডে ৪-৫ টকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৮৪-১৯২ টাকার মধ্যে। গত সপ্তাহে সুতাটির দর ছিল ১৮৮-১৯৭ টাকার মধ্যে।
গত সপ্তাহের তুলনায় বর্তমানে পাউন্ডপ্রতি ৫-৬ টাকা কমে ৬০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে ২০৫-২২০ টাকায়। ৮০ কাউন্টের সুতা ২৯০-৩০০ টাকা থেকে কমে বর্তমানে বাজারে লেনদেন হচ্ছে প্রকারভেদে ২৮০-২৯০ টাকা পাউন্ড দরে। কাউন্টপ্রতি দাম কমেছে ১০ টাকা।
এ বিষয়ে বাংলাশে ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন সাহা বলেন, ‘সাম্প্রতিক সময়ে সুতার দাম বেশ ওঠানামা করছে। এক সপ্তাহ বাড়তি থাকে তো এক সপ্তাহ কমতির দিকে থাকে। দাম এভাবে ওঠানামা করলে ব্যবসায়ীদের ঝুঁকি বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির উপাদান তুলার দাম কিছুটা কমেছে। যে কারণে দেশের বাজারেও সুতার দাম কিছুটা কমতির দিকে।’
এনজে