গুলশান হামলায় আইএসআইয়ের হাত নেই : পাকিস্তান

প্রকাশ: ২০১৬-০৭-০৪ ২০:৪৪:৪৪


Bussinessগুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় তাদের সামরিক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) কোনও ভাবেই জড়িত নয়। সরাসরি তো নয়ই। পরোক্ষেও নয়।

পাকিস্তানের তরফ থেকে আজ সোমবার ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

সোমবার ইসলামাবাদ জানিয়েছে, এ ব্যাপারে আইএসআইয়ের নাম জড়িয়ে যা বলা হচ্ছে, তা খুবই দুঃখজনক। দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘গুলশানের ঘটনা ঘটেছে স্থানীয় জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগসাজশে।’

এর পরেই এ দিন ইসলামাবাদের তরফে এল এই প্রতিক্রিয়া।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

সানবিডি/ঢাকা/আহো