ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
পাদাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুল মালিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ১০ জন আরোহী নিখোঁজ রয়েছেন এবং ৫২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, সোমবার গভীর রাতে দুই পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়।
মালিক বলেন, আগ্নেয়গিরির ছাই পাহাড়ের পাদদেশে পৌঁছেছে, যা দলের জন্য একটি চ্যালেঞ্জ। উভয় রুটই খাড়া এবং পিচ্ছিল হবে।
সোমবার সুমাত্রা দ্বীপের মারাপি পর্বতের গর্তের কাছে ১১ জন মৃত পর্বতারোহীকে পাওয়া যায়। আরও কয়েকজনকে জীবিত পাওয়া যায় এবং তাদেরকে পর্বত থেকে নামিয়ে আনা হয়।
মাউন্ট মারাপি যার অর্থ ‘আগুনের পর্বত’, সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি।
এম জি