আইসল্যান্ডকে হারিয়ে শেষ চারে ফ্রান্স
প্রকাশ: ২০১৬-০৭-০৪ ২১:১৮:৫৪

উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের চলমান ১৫ আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক ফ্রান্স। চলতি আসরের চমক আইসল্যান্ডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছায় স্বাগতিকরা।
ফলে টুর্নামেন্টের এক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
ম্যাচের প্রথমার্ধেই আইসল্যান্ডের জালে চারটি গোল দিয়ে বসে ফ্রান্স। স্বাগতিকদের হয়ে জিরুদ ২টি গোল এবং পল পগবা, পায়েট ও গ্রিয়েজমান ১টি করে গোল করেন।
ম্যাচের প্রথমার্ধে আর কোনো না হওয়ায় ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যাচ। বিরতির ফর খেলায় ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইসল্যান্ড।
কিছুটা সফল হলেও পরাজয় ঠেকাতে পারেনি তারা। তাদের দুটি গোল আসে দ্বিতীয়ার্ধে। অবশ্য ফ্রান্সও দ্বিতীয়ার্ধে একটি গোল করে তাদের মোট গোল সংখ্যা ৫টিতে নিয়ে যান।
এদিকে, আগামী বুধবার থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল পর্ব। এদিন মুখোমুখি হবে পর্তুগাল ও ওয়েলস। স্থানীয় সময় ৮টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর দ্বিতীয় সেমিতে পরদিন একই সময় মুখোমুখি হবে আয়োজক ফ্রান্স ও জার্মানি।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












