থার্টি ফার্স্ট নাইটে বাইরে কাউকে অনুষ্ঠান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সকলকে ঘরের ভেতরেই অনুষ্ঠান পালনের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকা, ফানুশ ওড়ানো যাবে না। এগুলোর ফলে অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট। সব সময়ই নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।
মন্ত্রী আরও বলেন, ২৪ থেকে ২৬ ডিসেম্বরে চার্চগুলোের নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা করা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। কোনো সমস্যা হলে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে কল করার জন্য অনুরোধও জানান তিনি।
আগামী ৩১ ও ২৫ ডিসেম্বর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা থাকবে। ৩১ ডিসেম্বর সকল বার বন্ধ থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এম জি