মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫
প্রকাশ: ২০১৬-০৭-০৫ ১০:৪৯:৪২

মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। সোমবার ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশন। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী এবং দুজন নিরাপত্তা কর্মকর্তা।
আল আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা যখন ইফতার করছিলেন, তখন হামলাকারী সেখানে বোমার বিস্ফোরণ ঘটান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে। এ সময় দুজন নিরাপত্তাকর্মীকে মাটিতে লুটিয়ে থাকতে দেখা গেছে।
সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটে হামলাচেষ্টার দিনই মদিনায় এই আত্মঘাতী হামলা চালানো হয়। এদিন সন্ধ্যায় সৌদি আরবের কাতিফ শহরে শিয়া মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয় বলে জানিয়েছে আল জাজিরা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













