বিএনপি-জামায়াতের ডাকা হরতালে গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিছু যাত্রী নিয়ে চন্দ্রা বাস টার্মিনাল থেকে ঢাকার দিকে ছেড়ে যায়। গাড়িটি বাড়ৈপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে কয়েকজন দুর্বৃত্ত বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে করলে বাসের চালক বাসটি থামিয়ে দেয়। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রাণান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বাসের বেশ কিছু আসন পুড়ে যায়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।’
এম জি