দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু’র আগেই আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সফরের প্রথমদিনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মস্থান টুঙ্গিপড়ায় পৌঁছাবেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহাপাঠ করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন। পরদিন শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
এম জি