ঈদের আগে ঘরোয়া উপায়ে ত্বকের সৌন্দর্য

প্রকাশ: ২০১৬-০৭-০৫ ১১:৪৪:৪৮


Mid adult woman wiping her face with a cotton pad

ত্বক মানুষের খুবই কোমল স্থান আর মুখের ত্বকের কথা তো আলাদা করে বলার কিছু নাই। আমরা সবাই চাই মুখের ত্বকের একটু আলাদা যত্ন। যাতে মুখের ত্বকের ক্ষতি না হয়।

পার্লার থেকে ফেসিয়াল করালে অনেক সময় অনেক রাসায়নিক পদার্থের প্রভাব থেকে যায়। তাই উচিত ঘরে বসে ত্বকের যত্ন নেওয়া। কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে ঘরে বসে ত্বকের যত্ন নেওয়া যায় আর তা কতখানি ফলপ্রসূ। আর তাছাড়া বিভিন্ন ধরনের ত্বকের বিভিন্ন সমস্যা।

এতো চিন্তার কিছু নেই, আজ আমরা ত্বকের বিভিন্ন সমস্যার বিভিন্ন ধরনের যত্ন সম্পর্কে বলবো আপনাদের। ঈদের আগে ত্বকের সৌন্দর্যে ঘরোয়া এসব পদ্ধতি জেনে নিন।

* ত্বকের উজ্জলতা বাড়াতে :

টক দই ২ টেবিল চামচ এবং লেবুর রস ২ চা চামচ একসঙ্গে মেখে মুখে, গলায় ও হাতে দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে।

* ত্বক গভীরভাবে পরিষ্কার করতে :

টক দই ১ টেবিল চামচ এবং ওটমিল ২ টেবিল চামচ কিছুক্ষণ মিশিয়ে রেখে দিন। তারপর ত্বকে লাগিয়ে আবার কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

* ব্লাকহেড পরিষ্কার করতে :

১টি ডিমের সাদা অংশ এবং ২ চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। দেখবেন ব্লাকহেড উঠে যাবে।

* ব্রণ দূর করতে :

১ চা চামচ দারুচিনির গুঁড়া এবং ২ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। ৮ থেকে ১০ মিনিট রেখে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।

* স্বাস্থ্যকর ত্বকের জন্য:

১/৪ চা চামচ হলুদ গুঁড়া এবং ১ টেবিল চামচ নারকেলের তেল মিশিয়ে রেখে দিন কিছুক্ষণ। তারপর মুখে লাগান। বেশ কিছু সময় রেখে ভালো করে ম্যাসাজ করে উঠিয়ে ফেলুন।

* তৈলাক্ত ত্বকের জন্য :

১ চা চামচ হলুদ গুঁড়া এবং ২ চা চামচ আলোভেরা জেল ভালো করে মিশিয়ে মুখে লাগান। দেখবেন ত্বকের তৈলাক্তভাব কেটে যাবে।

* ত্বক ফর্সা করার জন্য :

১টি টমেটো এবং ২ টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। দেখবেন ত্বক আগের তুলনায় ফর্সা লাগবে।

* ত্বক টান টান করার জন্য :

অনেকের ত্বকে রিঙ্গেলস বা ত্বক ঝুলে যাওয়ার সমস্যা থাকে। তাদের জন্য ত্বক টাইটেন করার ভালো উপায় হলো ২ চা চামচ কফি পাউডার এবং ২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন বেশ কিছু সময় ধরে। তারপর ধুয়ে ফেলুন।

* প্রতিদিন ত্বক পরিষ্কারের জন্য :

১ চা চামচ লেবুর রস এবং ২ চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন লাগাতে পারেন ত্বকে। এতে ত্বক পরিষ্কার থাকবে।

সারাদিন বাইরে দৌড় ঝাপের মধ্যে আমাদের জীবন অতিবাহিত হয়। তার মধ্যে থেকে একটু সময় তো নিজের জন্য দেওয়া যেতেই পারে। আর তাই ঘরে বসেই ঝামেলাবিহীন ভাবে নিয়ে ফেলুন আপনার ত্বকের চাহিদা মতো যত্ন।

সানবিডি/ঢাকা/এসএস