নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বুধবার সকালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী, অপর একটি বাসচাপায় পথচারী ও অজ্ঞাত বাহনের চাকায় পৃষ্ঠ হয়ে এক ট্রাক মালিক নিহত হয়েছেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহতারা হলেন- অটোরিকশা যাত্রী সাগর (২৫) ও মিন্টু (৪০)। তাৎক্ষণিকভাবে নিহত অটোরিকশার বাকি দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। পৃথক দুর্ঘটনায় নিহত ট্রাক মালিকের নাম মমিনুল হক (৪৮) এবং যাত্রী সেবা পরিবহণের একটি বাসচাপায় নিহত হন মনিরুদ্দিন (৩৫) নামের এক পথচারী।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাসুদ আলম জানান, বুধবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে একটি সিএনজিচালিত আটোরিকশা ঢাকা যাচ্ছিল। সাইনবোর্ড এলাকার শিমরাইলে পেছন থেকে দ্রুতগামী কোন যান অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশায় থাকা সাগর (২৫), মিন্টু (৪০) ও অজ্ঞাত অপর দু’দজনের মৃত্যু হয়। সাগরের পিতার নাম আমিনুল ইসলাম। মিন্টুর পিতার নাম পান্না মিয়া। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ রুপসী এলাকায়।
পুলিশের উপপরিদর্শক আরো জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের পশ্চিমপাশে রাস্তা পারাপারের সময় পৃথক আরেক দুর্ঘটনায় ট্রাক মালিক মমিনুল হক (৪৮) অজ্ঞাত বাহনের নিচে চাপা পড়ে নিহত হন। এছাড়া শিমরাইল এলাকায় যাত্রী সেবা পরিবহণের একটি বাসের চাপায় মনিরুদ্দিন (৩৫) নামের এক পথচারী নিহত হন। তিনি জানান, যাত্রী সেবার বাসচালক ওসমান গণিকে আটক করা হয়েছে।