৭.৭ শতাংশ কমেছে দক্ষিণ আফ্রিকার কয়লা রফতানি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-০৮ ১৫:৪১:১০
তাপীয় কয়লা রফতানির পরিমাণ কমেছে দক্ষিণ আফ্রিকার। জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটি ৫ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টন কয়লা রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় জ্বালানি পণ্যটির রফতানি কমেছে ৭ শতাংশ। ২০২২ সালের প্রথম ১১ মাসে দেশটির রফতানির পরিমাণ ছিল ৫ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টন। খবর কোল মিন্ট।
মাসভিত্তিক হিসেবে অক্টোবরের ৪২ লাখ ৩ হাজার টনের তুলনায় নভেম্বরে রফতানির পরিমাণ বেড়েছে ৭ শতাংশ। গত মাসে দেশটি ৪৫ লাখ ৩০ হাজার টন তাপীয় কয়লা রফতানি করেছে।
অক্টোবরে রফতানি কমার বড় কারণ ছিল রেল যোগাযোগ ব্যাহত হওয়ার ঘটনা। আরমেলো কয়লা খনি থেকে রিচার্ডস বে পর্যন্ত রেললাইনের স্লিপার বারবার চুরির কারণে পণ্য সরবরাহ কমে যায়। এর আগে বন্যার কারণে রেললাইনটি ক্ষতিগ্রস্ত হলে জুলাইয়ে রফতানি ১২ শতাংশ কমে গিয়েছিল। সরবরাহ কমায় তাপীয় কয়লার বাজারে বিরূপ প্রভাব পড়ে। এদিকে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কয়লা উত্তোলনের পরিমাণ গত বছরের তুলনায় ২ শতাংশ কমেছে।
১১ মাসে দেশটি ২১ কোটি টন কয়লা উত্তোলন করেছে। ২০২২ সালের জানুয়ারি-নভেম্বরে আফ্রিকান দেশটি ২১ কোটি ৩৯ লাখ টন কয়লা উত্তোলন করে। তবে ২০২২ ও ২০২৩ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত কয়লা উত্তোলনের হার অপরিবর্তিত ছিল। তবে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির কারণে উত্তোলন কমে গিয়েছিল।
এনজে