ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ৩৮ দশমিক ৪১ শতাংশ। ফান্ডটি সর্বমোট ১৯ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ৪২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ কোটি ২৫ লাখ ৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ৭১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২০ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বিডি থাই অ্যালুমিনিয়ামের ২৪.৫২ শতাংশ, এসকে ট্রিমসের ২৩.৬৭ শতাংশ, কেপিটাক গ্রামীণ গ্রোথ ফান্ডের ১৮.১৮ শতাংশ, সিএপিএমআইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৬৭ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৫.৫৬ শতাংশ, এডভেন্ট ফার্মার ১৩.৭২ শতাংশ এবং আইএসএনের ১৩.৫৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস