ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াশা কেটে গেলে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে শনিবার রাত ১টা থেকে আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এছাড়া ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে কয়েকটি ফেরি আটকে ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, শনিবার রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। রবিবার (১০ ডিসেম্বর) সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হয়।
এম জি