আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটে কোনো অসন্তোষ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় অংশ নেবার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মাহবুব উল আলম হানিফ বলেন, আমাদের নিয়মিত বৈঠক চলছে। খুব দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে এবং জোটের শরিক দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে। এছাড়াও আসন বণ্টনের বাইরেও ১৪ দলীয় জোটের প্রার্থীরা যদি কোথাও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চান, সেটাও তারা পারবেন।
১৪ দলীয় জোটের প্রার্থীরা তাদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চান না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওইসব আসনে স্বতন্ত্র প্রার্থী কে আছে, না আছে- সে বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি।
পরে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ। এর আগে শহরে কুষ্টিয়া মুক্ত দিবসের র্যালি করে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন।
এম জি